নাটোরের খাল-বিল আর জলাশয়ে আসা অতিথি পাখিরা প্রতিদিনই মারা পড়েছে শিকারীদের ফাঁদ ও গুলিতে। এতে একদিকে পাখির বিচরণ কমে যাচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। স্থানীয় প্রশাসনের কার্যকরী কোনও উদ্যোগ না থাকায় পাখি শিকারের প্রবণতা দিনদিন বাড়ছে মনে করেন এলাকাবাসী। <br /> <br />শীত মৌসুমে সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রবণ দেশ থেকে ঝাঁকে ঝাঁকে আসে অতিথি পাখি। উষ্ণতা ও খাবারের সন্ধানে ঠাঁই নিয়েছে চলনবিল ও বিভিন্ন জলাশয় সংলগ্ন এলাকায়। <br /> <br />এগুলোর মধ্যে কালকুচ, হাঁসাদিঘি, কাদাখোঁচা, কাচিচোরা, মদনটাক, পানকৌড়ি, বক উল্লেখযোগ্য। রং বেরংয়ের এসব পাখিদের কলতানে মুখর বিলাঞ্চল। <br /> <br />তবে এদের নিরাপদে বিচরণে বাধ সেজেছে মৌসুম শিকারীরা। কখনো শিকারীদের ফাঁদ আবার বন্দুকের গুলিতে প্রাণ যাচ্ছে অতিথি পাখিদের। <br /> <br />পাখি রক্ষায় বন বিভাগ ও স্থানীয় প্রশাসন কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করায় শিকারীদের দৌরাত্ম আরো বৃদ্ধি পাচ্ছে।
