Surprise Me!

বরিশালে ফোর লেন অবৈধ দখলে

2017-02-11 9 Dailymotion

বরিশালে ব্যয়বহুল ফোর লেন সড়কটি দখলবাজদের দখলে। দুপাশে গড়ে উঠেছে ভাসমান দোকান, বাজার ও যানবাহন পার্কিং। আর ডিভাইডারে করা হচ্ছে শাক-সবজি চাষ। ফলে যে উদ্দেশ্যে জনসাধারণের জন্য কোটি টাকা ব্যয়ে এ সড়কটি করা হয়েছে তা ভেস্তে যেতে বসেছে। <br />ঢাকা-বরিশাল মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার সড়ক বরিশাল নগরীর বুক চিরে বেরিয়ে গেছে। মহাসড়কের উপর থেকে নগরীতে চলাচলকারী যানবাহনের চাপ কমাতে ২০১১-১২ অর্থ বছরে সিটি কর্পোরেশন আমতলা থেকে কাশিপুর পর্যন্ত ৪ কিলোমিটার ফোর লেন নির্মান প্রকল্প শুরু হয়। কিন্তু পুরো কাজ শেষ হওয়ার আগেই দখল করে গড়ে উঠেছে বাস-ট্রাকের অঘোষিত টার্মিনাল, ভাসমান দোকান ও বাজার। <br /> <br />এ কারণে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, সাথে সাথে বেড়েছে দুর্ঘটনাও। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত চার লেন কোনো উপকারে আসছে না সাধারণ জনগণের। <br /> <br />অন্যদিকে, সৌন্দর্যবর্ধনে নির্মিত ডিভাইডারের মাটিতে যে যার ইচ্ছামতো শাকসবজি চাষ করছেন। সড়ক ও জনপথ বিভাগের কাছে এটি হস্তান্তর করা হলে এ সমস্যা থাকবে না বলে জানালেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। <br /> <br />সড়কটি হাতে পাওয়ার পর তা ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ।

Buy Now on CodeCanyon