Surprise Me!

চট্টগ্রাম নগরীর সুপেয় পানির সমস্যা সমাধানে নতুন প্রকল্প

2017-02-18 0 Dailymotion

চট্টগ্রামবাসীর সুপেয় পানির সমস্যা সমাধানে নতুন প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পুরোপুরি বাস্তবায়ন হলে নগরবাসির ৭০ শতাংশ চাহিদা পূরণ হবে। সব কিছু ঠিক থাকলে এ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করবেন এই ‘শেখ হাসিনা পানি শোধনাগার’। <br /> <br />চট্টগ্রামের প্রায় ৬০ লাখ নগরবাসীর পানির চাহিদা দৈনিক প্রায় ৫০ কোটি লিটার। এর মধ্যে চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করতে পারে দৈনিক গড়ে ২০-২১ কোটি লিটার। আরো ১৪ কোটি লিটার পানি সরবরাহের জন্য রাঙ্গুনিয়ার পোমরায় নির্মিত হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার। <br /> <br />জাইকার অর্থায়নে ২০১০ সালে শুরু হওয়া এ পানি শোধনাগার প্রকল্পের কাজে ধীরগতি হওয়ায় এখনো শতভাগ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। <br /> <br />২০২১ সালের মধ্যে নগরবাসীর পানি সমস্যা সম্পূর্ণ সমাধানে নগরীর মদুনাঘাট ও রাঙ্গুনিয়ায় আরো দুটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

Buy Now on CodeCanyon