Surprise Me!

বেনাপোল বন্দরে পণ্য আসে, হয় না খালাস

2017-02-23 1 Dailymotion

নানা প্রতিবন্ধকতায় ভারত থেকে আমদানী করা কয়েক শত পণ্য চালান খালাস না হওয়ায় আটকা পড়ে বেনাপোল বন্দরে। বন্দরের কয়েকটি শেড ও ওপেন ইয়ার্ডের জায়গা দখল করে পড়ে আছে এসব পণ্য। বেশ কয়েক বছর ধরে বন্দরে এসব পণ্য পড়ে থাকায় শেডগুলিতে দেখা দিয়েছে পণ্যজট। <br /> <br />দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। ৪০ হাজার মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন এ বন্দরে রয়েছে ওপেন ইয়ার্ডসহ ৪২টি শেড। ভারত থেকে আমদানি করা সব পণ্য রাখা হয় এ বন্দর শেডে। <br /> <br />অসাধু আমদানিকারকরা শুল্ক ফাঁকি দিতে ঘোষণার অতিরিক্ত মালামাল আমদানি করলে কাস্টমস কর্তৃপক্ষ সে সব পণ্য আটক করে। আমদানি করা ৪শ ৫৩টি পণ্যের চালানে ২ হাজার ৬শ ৪৬ মেট্রিক টন পণ্য রয়েছে। যা আটকা পড়ে আছে এক মাস থেকে শুরু করে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে। <br /> <br />নির্দিষ্ট সময় পার হওয়ার পরও এসব পণ্য থেকে বন্দর কর্তৃপক্ষ পোর্ট চার্জ আদায় করতে না পারায় এগুলো এখন বন্দরের বোঝা। <br /> <br />অনেকে আটক পণ্য ফেরত পেতে মামলা করায় দেখা দিয়েছে আইনি জটিলতা। <br /> <br />বন্দরে এ সমস্ত পণ্য জায়গা দখল করে পড়ে থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।

Buy Now on CodeCanyon