ইন্দোনেশিয়ার বিখ্যাত ক্বারী জাফর বিন আবদুর রহমান তিলাওয়াত করছিলেন সুরা মুলকের দ্বিতীয় আয়াত -الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا 'যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন...' <br /> <br />এই আয়াত তিলাওয়াতের পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন! আমাদের জন্য রেখে গেলেন চিন্তার খোরাক। গত সপ্তাহে তাঁর এই ব্যতিক্রমী বিদায় ঝড় তুলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আল্লাহ তাঁর প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন। <br />اللهم أحسن عاقبتنا <br />হে আল্লাহ, আমাদেরকে সুন্দর বিদায় ও ভালো মৃত্যু দান করিও।