সাইফুল বিন আ. কালাম পরিচালিত ও প্রযোজিত প্রথম নাটিকা “শয়তানের আদর”। এতে অভিনয় করেছেন মোহাম্মদ ইদ্রিস, সরোয়ার বিন এইচ রশিদ, সাফা ও সাইফুল বিন আ. কালাম। <br />শয়তান কীভাবে মানুষকে ভূলিয়ে আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত রাখে সেটাই এই নাটিকাটিতে ফোকাস করা হয়েছে। <br />ক্যামরার পিছনে যিনি সহযোগিতা করেছেন মোহাম্মদ মাহি ও দেলোয়ার বিন ওয়াই মিয়া। <br />ভিডিও ধারণ হয়েছে ওয়ালটন GH+ মুবাইলে। এডিটিং সপ্টওয়ার “ভিডিও শো”।