Surprise Me!

সমস্ত সেজদার কসম / সাইফ আলি

2017-07-26 4 Dailymotion

সমস্ত সেজদার কসম / সাইফ আলি <br /> <br />আমাদের যতোকথা ধুলোপিঠে পরিত্যক্ত জমে আছে; <br />জমে আছে রাতের ঘোলাটে অন্ধকারে <br />রাজপথ ছুঁয়ে, মুখ গুঁজে রক্তের পুরোনো দাগে; <br />আমাদের যতোকথা আজো ফেলে গরম নিশ্বাস <br />কামারের হাপড়ের মতো; একদিন জ্বলে উঠে বলবেই- <br />এ আমার মৃত্যু নয়; পরাজয় নয়; ক্ষয় নয়; জয়। <br />তোমরা উল্লাস করো, সুখী হও; পান করো রক্তিম শরাব! <br />নাচো-গাও-ঢেকুর ওঠাও যত খুশি আজ; <br />তোমাদের সময় এখন। <br />তোমরা যা জীবনের সবকিছু ভাবো, সেই স্বার্থ <br />বুঝে নাও, ভরে নাও ঝুলি; তোমাদের উদরের তাপে <br />যত খুশি ঢালতে থাকো ঘিঁ; মিটবেনা ক্ষুধা। <br />ক্ষুধার্ত জিভের জল খসাও যতোটা পারো <br />তোমাদের সময় এখন; তোমাদের রাজ। <br />আমাদের অক্টোবর কিংবা মে’র শোক <br />জিয়োল মাছের মতো তড়পায় আজো, <br />ফিরে ফিরে আসে; আমরা স্মরণ করি <br />নিষিদ্ধ রাতের অবিরাম বুলেট কথন; <br />ঝুলে পড়া কপালের সমস্ত সেজদার কসম <br />ঘুমাতে দেয়না আজো, বার বার ডেকে তোলে- <br />আজান শুনছো? বাইরে আলোর রেখা; ওঠো… <br />বের হও, কতো আর ঘুমাবে বলোতো!?

Buy Now on CodeCanyon