Surprise Me!

আজো সেই চাদরখানি / ওবায়দুল্লাহ তারেক

2017-07-27 4 Dailymotion

শিল্পী: ওবায়দুল্লাহ তারেক <br />কথা: সাইফ আলি <br />সুর: আবু তৈয়ব মেসবাহ <br />একটি শাদা প্রকাশ পরিবেশনা <br />....................................... <br />আজো সেই চাদরখানি <br />আদর দেয় আমায় <br />যে চাদর থাকতো জড়ায়ে <br />আমার মায়ের গায় ॥ <br /> <br />রং জ্বলে গেছে যে এর <br />তবু মায়া ছাড়েনি, <br />জীর্ণতাতে মায়ের আদর <br />কমাতে যে পারেনি ॥ <br />আজো সে জড়িয়ে রাখে <br />অজর মমতায়। <br /> <br />কত মায়া কত স্মৃতি <br />মিশে আছে এর মাঝে, <br />আজো সেই স্নিগ্ধ সুবাস <br />খুঁজে পায় এর ভাজে । <br /> <br />বুকে ধরে জাপটে আমায় <br />জড়াতো এ চাদরে, <br />ভালবাসার উষ্ণ হাওয়ায় <br />জানি না কি আদরে ॥ <br />সে আদর মিলবেনা আর <br />অমন শুভ্রতায়।

Buy Now on CodeCanyon