Surprise Me!

ভ্যান স্টাইলে রসুনের চপ

2017-08-04 9 Dailymotion

বর্ষাকালে জ্বর-সর্দি আমাদের লেগেই থাকে, আর মুখে থাকেনা কোনো স্বাদ। সবসময়ই আমাদের মা-খালারা সর্দি-জ্বরের সময় ঝাঁঝালো কিছু খেতে বলেন, যেমন: রসুন। রসুন কিন্তু কাঁচা খাওয়াটা কষ্টকর। তাই রসুন দিয়ে খুব সহজেই তৈরী করে দেখাচ্ছি রসুনের চপ, আর এটা খেতেও সেরকম মজার। রসুনের চপ কিন্তু নতুন কোনো খাবার না, আমাদের রাস্তার খাবারের ভ্যানগুলিতে এটা বেশ জনপ্রিয়। আর শুধু জ্বর-সর্দি হলেই যে খেতে হবে এরকম কিন্তু না, রসুনের চপ কিন্তু খুব টেস্টি একটা দেশী স্ন্যাকস্। <br /> <br />তৈরী করতে লাগছে - <br /> - প্রয়োজন মতো রসুন <br /> - প্রয়োজন মতো লবণ <br /> - চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি <br /> - প্রয়োজন মতো বেসন, রেসিপি লিঙ্ক: https://www.dailymotion.com/video/x5o0r8k <br /> <br />তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1931 ঠিকানায়।

Buy Now on CodeCanyon