একটি পুকুরকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান রহস্যের। শুরু হয়েছে জোর গুঞ্জন। জড়ো হচ্ছে হাজার জনতা। কি আছে পুকুরের মাঝখানে আর কেন এমন হচ্ছে। ঘন্টার পর ঘন্টা হাজারো মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরে সৃষ্ট এই রহস্য নিয়ে। চলছে নানান কথা আর যুক্তিতর্ক।<br /><br />শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার বাউরা ইউপি সংলগ্ন বাউরা দাখিল মাদ্রাসার পুকুরটিকে ঘিরে এই রহস্যের জন্ম দেন স্থানীয় জেলেরা।<br /><br />জেলেরা সকাল ১০টার দিকে ঐ পুকুরে মাছ ধরতে নামলে আকস্মিক তাদের জাল মাঝ পুকুরে আটকে যায়। এরপর তারা দেখতে পান কালো চুলের মানুষের মাথা সদৃশ্য একটা কিছু! প্রাণভয়ে তারা উঠে পড়েন পুকুর থেকে। পাড়ে দাঁড়িয়ে এবার লক্ষ্য করেন বিশাল আকারের বুদবুদ উঠছে পুকুরের মাঝখানে। পাড় থেকে জালটি টান দিলে ছিড়ে আসে জালটি।<br /><br />এক-দুই করে শুরু হয় জনসমাগম। দুই ঘন্টার মধ্যে পুকুর পাড়ে জড়ো হয় হাজারো মানুষ। শুরু হয় রহস্য উদঘাটনের চিন্তা-চেষ্টা। হঠাৎ ডিসকভারি চ্যানেলের নায়কের মতো সুদূর আলাউদ্দিন নগর থেকে আসা এক যুবক। সে জেলেদের ব্যবহৃত ঐ জাল নিয়ে নেমে পড়েন পুকুরে, সাথে নেমে পড়েন স্থানীয় অন্যান্য যুবকরাও। আর উৎসুক মানুষ শিহরিত হয়ে অপেক্ষা করে শেষটা দেখার জন্য।