হাসিনাকে ফোন সুষমা স্বরাজের, মিয়ানমারকে ‘চাপ দিচ্ছে’ ভারত<br />রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার কথা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।<br /><br />আশ্রয় নেওয়া নতুন ও পুরনো রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু গত তিন দিনে মাত্র ১৮০০ জন বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় এসেছে। <br /><br />এদিকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানোর পর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আসে বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।<br /><br />তিনি বলেন,বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত সরকারের পূর্ণ সমর্থনের কথা জানিযেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী।<br /><br />সুষমা স্বরাজকে উদ্ধৃত করে নজরুল বলেন, “রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের যে অবস্থান, ভারতেরও একই অবস্থান।”<br /><br />“তারা (মিয়ানমার) যেন তাদের শরণার্থীদের ফিরিয়ে নেয়, সেজন্য ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ সৃষ্টির কথাও বলেছেন উনি (সুষমা)।”<br /><br />“সুষমা স্বরাজ বলেছেন,রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে,” বলেন উপ প্রেস সচিব।<br /><br />ত্রাণ সামগ্রী হস্তান্তর করে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছিলেন।<br /><br />শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের ফোনালাপের সময় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও গণভবনে ছিলেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীও।<br /><br />মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের ফোন, রোহিঙ্গা নিবন্ধনে ব্যাপক ধীরগতি।