Surprise Me!

হিন্দু রোহিঙ্গাদের ঠাঁই হয়নি ক্যাম্পগুলোতে, কারণ জানলে চমকে উঠবেন।

2017-09-20 4 Dailymotion

কুতুপালং এর পুরাতন শরণার্থী শিবিরে জিম্মি করে নির্যাতন করা হয়েছে আট রোহিঙ্গা যুবতী নারীকে। অবশেষে পুরাতন ক্যাম্পের ঐ ঘরের সন্ধান পেয়েছে নিউজ-২৪।<br /><br />কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরের কাছে একটি মন্দিরের পাশে একটি খোলা জায়গায় এসে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশো রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ-শিশু।<br /><br />মিয়ানমারের রাখাইনে এখন যে ব্যাপক সহিংসতা চলছে, এরাও তার শিকার হয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন।<br /><br />রোহিঙ্গা মুসলিমরা হাজারে হাজারে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিলেও এই প্রথম রোহিঙ্গা হিন্দুদের সেখান থেকে পালিয়ে আসতে দেখা গেল।<br /><br />কুতুপালং এর মন্দিরে আশ্রয় নেয়া কয়েকজন রোহিঙ্গা হিন্দু নারী-পুরুষ বিবিসির কাছে বর্ণনা করেছেন কেন তারা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন।<br /><br />যে হিন্দু গ্রামটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে সেটির নাম ফকিরাবাজার।<br /><br />দেনাবালার বাড়ি ছিল এই ফকিরাবাজার গ্রামে।<br />তিনি বলছিলেন অনেক দুঃখে সেখান থেকে তারা পালিয়ে এসেছেন।<br />"আমাদের গুলি করেছে। ঘরবাড়ী পুড়িয়ে দিয়েছে। <br /><br />ভাত-পানি খেতে দেয়নি। আমরা হিন্দু মানুষ। আমাদের মেরেছে-কেটেছে। আমাদের মন্দির পুড়িয়ে দিয়েছে। সেই জন্য আমরা চলে এসেছি। এক গ্রাম থেকেই আমরা চারশো জনের মতো এসেছি। <br /><br />যারা মারতে এসেছিল, ওরা কালো পোশাক পরে এসেছিল। ওদের চিনি না। শুধু চোখ দেখা যাচ্ছিল।

Buy Now on CodeCanyon