এই চ্যানেলে আপনাকে স্বাগতম। <br /> <br />আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ চালাতে গিয়ে দেখি উইন্ডোজ স্লো হয়ে গিয়েছে। <br />সেজন্য আমরা অনেক ধরনের ক্লিনার সফটওয়্যার ডাউনলোড করি। <br />অথচ আমরা জানি না উইন্ডোজের ডিফল্ট সফটওয়্যার দ্বারাই কাজটি করা যায়। <br />সেজন্য শুরুতেই Win Key + R চাপি। <br />তারপর সেখানে cleanmgr কমান্ডটি লিখে ওকে চাপলেই ডিস্ক ক্লিনআপ চালু হয়ে যাবে। <br />যেকোনো সমস্যা কমেন্টে জানান অথবা ফেসবুক পেজে জানান। <br />টিউটোরিয়ালটি পছন্দ হলে লাইক দিন, রিপোস্ট করুন ও ফলো করুন। <br /> <br />ইউটিউব ভার্সন : https://youtu.be/i2sekDTDXf4 <br /> <br />ফেসবুক পেজ: https://www.facebook.com/easytutorialbengali/ <br /> <br />ব্লগ : https://easytutorialbengali.blogspot.com/