Surprise Me!

খালেদার জামিনের পর আদালতে মারামারি বিএনপি আইনজীবীদের মধ্যে। জামিন পেলেন খালেদা জিয়া ৩ শর্তে।

2017-10-21 4 Dailymotion

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুই শর্তে জামিন দিয়েছেন আদালত। প্রথমত, দুই মামলায় এক লাখ টাকা করে বণ্ডে দুইজন আইনজীবীকে জামিনদার থাকতে হবে এবং দ্বিতীয়ত, বিদেশ যেতে চাইলে আগে থেকে আদালতের অনুমতি নিতে হবে। আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার পর ড. আখতারুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়াউদ্দিন জিয়ার মাধ্যমে জামিন আবেদন করেন খালেদা। শুনানি শেষে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলাতেও খালেদা জিয়ার জামিন মঞ্জুর করা হয়। এর আগে সকাল ১০টা ২৮ মিনিটে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে ছিলেন।

Buy Now on CodeCanyon