Surprise Me!

সমাবেশ শেষে খালেদাকে হামলার চেষ্টা..আঃ লীগের মাধ্যমে নির্বাচন নয়..খালেদার ভাষণে হাসিনার প্রতি আক্রোশ

2017-11-15 2 Dailymotion

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সড়কে বাস রেখে তাঁকেও সমাবেশস্থলে আসতে বাধা দেওয়া হয়েছিল। সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে সরকার চেয়েছিল তিনি যেন সমাবেশস্থলে আসতে না পারেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনপ্রিয়তা থাকলে নিরপেক্ষ নির্বাচন দিন। শেখ হাসিনার অধীনে তো নিরপেক্ষ নির্বাচন হবেই না। খালেদা জিয়া বলেন, যারা সামান্য স্থানীয় সরকার নির্বাচনেই ভোট চুরি করে জিততে চায় তাদের অধীনে জাতীয় নির্বাচনের মতো বৃহৎ দায়িত্ব কোনওভাবেই নিরপেক্ষ হতে পারে না। নির্বাচনে ইভিএম বাতিল ও সেনা মোতায়েন করতে হবে। অন্যদিকে খালেদা জিয়ার জনসভার বক্তব্যে শেখ হাসিনার প্রতি তার আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Buy Now on CodeCanyon