আজকের Sketchup Tutorials-এ তোমরা শিখবে Line এবং Erase Tools-এর কাজ সম্পর্কে। <br /> <br />১. Sketchup-এ সবচেয়ে বহুল ব্যবহৃত Tools হচ্ছে Line Tools. সমস্ত অবজেক্ট তৈরীতেই Line Tools ব্যবহার করা হয়। এক কথায় Sketchup-এ Line-এর কোন বিকল্প নেই। <br /> <br />২. Line Tools- একটি পেন্সিল চিহ্ন। Tool বার ও Tool প্যালেটে Line Tools-টি রয়েছে। এছাড়া Menu-বারের Draw Menu থেকেও আমরা Line Tools-টি পেতে পারি। <br /> <br />৩. 2D, 3D-সহ সকল Object তৈরী করতে আমরা Line Tools-টি ব্যবহার করি। <br /> <br />৪. Line Tools-এর Keyboard Shortcut হচ্ছে L. L= Line Tools. <br /> <br />৫. Line সিলেক্ট করে প্রয়োজনীয় স্থানে ক্লিক করে কাজ করতে পারি, আবার নির্দিষ্ট মাপে কাজ করতে চাইলে মাপ দিয়েও কাজ করা যায়। <br /> <br />৬. আমরা যেমন দিক বুঝাতে পুর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ব্যবহার করি তেমন Sketchup-এ দিক বুঝাতে Red, Green, Blue Axis রয়েছে। কাজের সময় আমরা এই এক্সিস ধরেই কাজ করি। <br /> <br />৭. একটি লাইন নিয়ে কাজ করার সময় লক্ষ করো লাইনটি কখনও লাল, কখনও সবুজ বা কখনও নীল কালার ধারন করছে। এর কারণ হলো লাইনটি যদি Red Axis-এর সমান্তরাল হয় তবে তা লাল দেখাবে। <br />লাইনটি যদি সবুজ Green Axis-এর সমান্তরাল হয় তবে তা সবুজ দেখাবে। <br />আর যদি Blue Axis-এর সমান্তরাল হয় তবে তা নীল দেখাবে। Blue Axis মূলত কোন Object-এর Height. <br /> <br />৮. আমরা যদি লাইন Red Axis-এর সমান্তরাল করতে চাই তবে কী-বোর্ড থেকে Right Arrow Key একবার প্রেস করবো। লক্ষ করো লাইনটি আগের থেকে মোটা দেখাচ্ছে আর পয়েন্টার আমরা যে দিকেই নিই না কেন লাইন শধুমাত্র Red Axis বরাবর বর্ধিত হচ্ছে। <br />একইভাবে Green Axis-এ চাইলে Left Arrow Key, Blue Axis-এ চাইলে Up or Down Arrow Left Key একবার প্রেস করো। <br /> <br />৯. একই সমতলে Line-গুলো সংযুক্ত হলে একটি Face তৈরী হবে। <br /> <br />১০. Lind Command নিয়ে কোন Object বা Line-উপর দিয়ে যেতে থাকলে তার Start Point, Mid Point, End Point ইত্যাদি নির্দেশ করবে। <br /> <br />১১. Line Command বাতিল করতে Esc Key চাপতে হবে। <br /> <br />এবারে আসি Erase Tools সম্পর্কে: <br />১. Erase Tools একটি ইরেজার, মূলত কোন লাইন, অবজেক্ট ইত্যাদি মুছে ফেলার জন্য Erase Tools-টি ব্যবহৃত হয়। <br />২. Tool বার ও Tool প্যালেটেও Erase Tools -টি রয়েছে। <br />৩. Erase Tools-এর Keyboard Shortcut হচ্ছে E. E= Erase Tools. <br />৪. কোন Line বা Object-এর উপর Erase Tools-টি নিয়ে আমরা তা মুছতে পারি। অথবা Object Select করে তার উপর Erase Tools-নিয়ে মুছতে পারি। আবার Object Select করে Key Board থেকে Delete Key Press করেও মুছতে পারি। <br /> <br /> <br />Thanks, <br />Md. Al-Amin <br />www.facebook.com/madworldbd <br />www.facebook.com/alaminmunnaa <br />Cell: +8801726777797 <br />+8801769915818 <br /> <br />Hash Tags: <br />#google #sketchup #tutorial #bangla #al #amin #munnaa #munna #alaminmunnaa #rajshahi #line #erase #tools #command #how #to #learn #use #delete #object #interior #exterior #design #max #auto #cad #mad #world #bd #madworldbd