আমার সোনার বাংলা (জাতীয় সংগীত) <br /> <br />কথা, সুর - রবীন্দ্রনাথ ঠাকুর <br /> <br />আমাদের জাতীয় সংগীতে বাংলাদেশের প্রকৃতির অপরূপ শোভার কথা বর্ণিত হয়েছে। রামপাল তাপবিদ্যুত কেন্দ্র ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা সেই প্রকৃতির জন্য বড় হুমকি। এই প্রকৃতিবিনাশী বিদ্যুৎকেন্দ্রগুলো হলে জাতীয় সংগীতের প্রকৃতি ও পরিবেশের বর্ণনা খর্ব হবে। আমরা চাই, আমাদের জাতীয় সংগীতে প্রকৃতির সেই রূপ অটুট থাকুক। <br /> <br />লাইনআপ: <br />স্বরব্যাঞ্জো: <br />রাতুল সরকার (কণ্ঠ) <br />রূপক আহমেদ (মেলোডিকা) <br />সঞ্জয় (খোল) <br />রাফি নিয়াজ (মিক্সিং ও মাস্টারিং) <br /> <br />স্বরসংকেত: <br />অপূর্ব, সেফান, নদী, পারিজাত (কণ্ঠ) <br />ফারহান (কিবোর্ড - ক্লারিনেট, স্ট্রিংস) <br />উচ্ছ্বাস, রূপম, রাহুল (গিটার) <br />সাকিব (বেজ গিটার) <br /> <br />ভিডিও: তানভীর আল আজাদ, রাফি