Surprise Me!

চলচ্চিত্রে ভাষা আন্দোলন বরাবরই অবহেলিত

2018-02-18 7 Dailymotion

শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশে একুশ যেন হাজারো তারের এক বীণা। শিল্প-সাহিত্যে একুশ রেখাপাত করেছে ঠিক, তবে প্রত্যাশাকে তা ছাড়িয়ে যেতে পারেনি। গান-কবিতায় প্রবলভাবে আসলেও, চলচ্চিত্রসহ শিল্পের অন্যান্য মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট অবহেলিত থেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা আন্দোলনের গুরুত্ব অনুধাবনের ব্যর্থতা এবং নিমগ্ন পাঠের অভাবে এই সংকট সৃষ্টি হয়েছে।

Buy Now on CodeCanyon