আসিফ আকবর<br />মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।<br /><br />চ্যানেল আই অনলাইনকে রাত দুইটার দিকে খবরটি নিশ্চিত করেছেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন। তার করা একটি মামলাতেই গ্রেপ্তার হন আসিফ।<br /><br />জানা যায়, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম তাকে গ্রেফতার করে।<br /><br />এই ভিডিও রি-আপলোড করবেন না অনুমতি ছাড়া, এই ভিডিওটি রিআপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন!<br />**COPYRIGHT** All rights reserved<br />Don’t forget to SUBSCRIBE ****Banglar Gutibazz*** Channel <br />LIKE & COMMENT <br />THANKS TO ALL