কুমারখালীতে হাজী কিয়ামত আলী বিশ্বাস গেদিরন নেছা এতিম বালিকা শিশু পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ।<br /><br />আজ মঙ্গলবার সকালে কাতার চ্যারিটি বাংলাদেশের সহযোগিতায় বিশ্বাস গেদুরন নেছা এতিম বালিকা শিশু পরিবার কে পবিত্র ঈদ উপলক্ষে এতিম শিশু ও বিধবা মহিলাদের মধ্যে ঈদ সামগ্রী ও নতুন ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। <br />কুমারখালীতে ১১৮ জন এতিম বালিকা ও বিধবা মহিলাদের মাঝে প্রতিজনের জন্য সেমায়,দুধ, সোয়াবিন তৈল .চিনি, লবন সহ বেশকিছু খাদ্য সামগ্রী সহ নতুন পোশাক বিতরন করা হয়।<br />প্রায় লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও শাড়ী বিতরণ করা হয় অনুষ্ঠানে।<br />অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কাতার চ্যারিটি কর্মকর্তাগণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।<br />অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুমারখালী সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকল এতিম বালিকা ও বিধবা মহিলাদের পুনর্বাসনকল্পে আমার সমাজসেবা অধিদপ্তরের যে সকল সাহায্য সহযোগিতা পাওয়ার দরকার তার সব কিছুই এদের জন্য বরাদ্দ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। <br />পরিশেষে উপস্থিত ১১৮ জন এতিম বালিকা ও বিধবাদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদের পোশাক স্যান্ডেল বিতরণ করা হয়।<br />Website: http://barta.tv<br />Website: http://barta.tv/news <br />Google Plus: https://goo.gl/5jEv7N<br />YouTube: https://www.youtube.com/c/bartatvbd <br />Facebook: http://www.facebook.com/bartatv<br />Twitter: https://twitter.com/barta_tv<br />Dailymotion: http://www.dailymotion.com/bartatv<br />Phone- +8801911086461<br />Contact us: news.bartatv@gmail.com & news@barta.tv