Ami ki Tomay khub Birokto korchi by Anupam Roy (আমি কী তোমায় খুব বিরক্ত করছি)<br />Ami Ki Tomay Khub Birokto Korchi ‘Lokkhiti’ Male Version By Anupam Roy From The Movie Drishtikon<br /><br />আমি কি তোমায় খুব বিরক্ত করছি ? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। - [ ২ বার ] তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ঐ ঠিকানায় , আমারওতো মন ভাঙে চোখে জল আসে , আর অভিমান আমারওতো হয়, অভিমান আমারওতো হয়। যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। এতো কথা বলি ,পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুঁতে পারে না। এতোবার আসাযাওয়া একই পথ দিয়ে , কই তোমার তো চোখে পরে না। - [ ২ বার ] তাহলে কি আমি কেউ নই , যেন অজানা ভাষায় লেখা বই , আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি , সুযোগটা পাচ্ছি কই ? আমি সুযোগটা পাচ্ছি কই ? যদি এই মুঠো ভরা শিউলী ফুল , যদি এই খুলে রাখা কানের দুল , লক্ষীটি একবার ঘাড় নেড়ে , সম্মতি দাও আমি যাই ছেড়ে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি