Surprise Me!

দেখুন ভয়ংকর এক নদী,যে নদীতে ডুব দিলেই হয়ে যাবেন কঙ্কাল!

2018-10-06 1 Dailymotion

স্পেনের দক্ষিন পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এ নদীটি মাইন খননের সময় উৎপন্ন হয়েছে। প্রায় পাঁচ হাজার বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন। তবে যতই সুন্দর হোক, এটাকে স্পর্শ করা যায় না। যে নদীতে ডুব দিলেই মানুষ কঙ্কাল হয়ে যায়

Buy Now on CodeCanyon