Surprise Me!

তুমি যদি ভুলতে পার আমি কেন পারবোনা ছোট সিমা সরকার একি গান গাইলেন একবার দেখুন

2019-08-19 19 Dailymotion

সঠিক ব্যখ্যা কাম, ক্রোধ, লোভ— এই ত্রিমুখি সংঘাতে মানুষের জীবন বিপর্যস্ত। বিশেষ ক’রে পুরুষের, এ কারণেই যে, যুগ যুগ ধরে পুরুষ নারীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে পেশী দ্বারা, এড়িয়ে গেছে নারীর মনস্তত্ত্ব। জ্ঞানে যে লৈঙ্গিক বৈষম্য নেই, এই আপাত নিরীহ বাক্যটি বুঝতে মানুষের কতদিন লাগবে জানা নেই। যেমন জানা নেই শুধু লৈঙ্গিক কারণে নারীকে কতদিন নিগ্রহের শিকার হতে হবে। বাংলার বাউলেরা সেই লৈঙ্গিক বৈষম্য, জাতপাত ও নারীর ওপর আরোপিত কুসংস্কার ছুঁড়ে ফেলতে সবসময় সচেষ্ট ছিলেন। তাঁরা গানে-গানে তা প্রচার ক’রে গেছেন। মানুষের হৃদয়ে সুরের শর বিদ্ধ ক’রে জানিয়েছেন জীবনরহস্য। অনুসন্ধান ক’রে গেছেন মানুষের মুক্তির উপায়। আর উদগ্র কামনা যে মানুষের বিকাশের পথে অন্তরায়, তাও বলে গেছেন তারা। আত্মনিয়ন্ত্রণের এ শিক্ষাই আমরা পাই বাউলগানে।

Buy Now on CodeCanyon