Surprise Me!

Gully Boy Part 3 (Official Music Video) - Rana - Tabib - Bangla Rap Song

2019-09-01 22 Dailymotion

Gully Boy Part 3 (Official Music Video) - Rana - Tabib - Bangla Rap Song<br /><br />BANGLA RAP SONG - GULLY BOY PART 3 by TABIB MAHMUD Ft. GULLY BOY RANA<br /><br /><br />Songs Credit :-<br />Directed/Edited By : Tabib Mahmud<br />Dop : Raihan Uddin<br />Lyrics : Tabib<br />Music Composer : L.M.G Beats<br />Vocal : Tabib Mahmud & Rana<br /><br />Lyrics :-<br /><br />দেশে পাচ লাখ তেইশ হাজার কোটি টাকার বাজেট হলো।<br />বিটিভিও আঠারশো আটশট্টি কোটি টাকা পেলো।<br />পথশিশু কি কিছুই পায় না?<br /><br />(র‍্যাপঃ১)<br /><br />পাচ লাখ কোটি থেকে পাচশত কোটি দাও<br />তিনশত কোটি দিয়ে স্কুল গড়ে দাও<br />দুইশত কোটি দিয়ে বানাও শপিং মল <br />এই রানা, এই রাজু চল স্কুলে চল<br /><br />টিউশন ফিস থেকে টিচারের মাইনে<br />সরকারের কাছ থেকে কোনোটাই চাইনে<br />আবাসিক স্কুলে থাকবে পথশিশু <br />মার্কেটের আয় দিয়ে চলবে সবকিছু<br /><br />ঘাটতির এ বাজেটে টাকা যদি নাই পান<br />ছোটো করে বলি তবে এইটারো সমাধান<br />বিলাসী পণ্যের ভ্যাট দিন বাড়িয়ে<br />হয়ে যাবে পাচশত কোটি টাকা ছাড়িয়ে<br /><br />মাথাপিছু আয় যদি এত শত ওত হয়<br />আমার ভাগের টাকা করল কি সঞ্চয় <br />চাচ্ছিতো অধিকার চাচ্ছিনা অনুদান <br />বাকী রানাদের তরে এইটারো সমাধান<br /><br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br /><br />আমাদের বাজেটের আগা আছে মাথা নাই<br />যার আছে সব আছে যার নাই কিছু নাই<br />প্রতিশ্রুতি তুমি পেত্নির ছলনা<br />দোষ দিবে কার তুমি কেউ মোরা ভালো না<br /><br />সূর্যের ভয়ে চোখ লুকিয়েছো চশমায়<br />সূর্যটা ডুবে গেলে আমাদেরো ঘুমপায়<br />আমাদের মায়েদের ঘুম পাড়ানীর গান<br />আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়<br /><br />কাশ্মীর গিলে খেলো শকুনের ধান্দা <br />ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা<br />সবার উপর যদি মানুষ সত্য হয়<br />মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়<br /><br />কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই<br />তবু রানাদের হয়ে কিছু কথা বলে যাই<br />পাচ লাখ কোটি যদি দেশের বাজেট হয়<br />পাচশত কোটি টাকা একাউন্ট বেশী নয়<br /><br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br /><br />কত রানা বস্তিতে চেয়ে আছে অপলক<br />তোমরাতো বেচে গেছো পেয়ে বাপ বড়লোক<br />ফ্যামিলির হোটেলেতে পেট ভরে খাচ্ছো<br />ঢাকা থেকে আমেরিকা লন্ডন করছো<br /><br />লাভ নেই কোনো যদি পদ্মায় গাড়ি ছুটে<br />শিক্ষার আলো এই কপালেতে নাহি জুটে<br />অন্ধের চোখ আছে ঐ থাকা থাকা নয়<br />আমরাও বেচে আছি এই বাচা বাচা নয়<br /><br />আদর্ষে কালি ঢেলে ভুলে গেছি চেতনা<br />শাড়ি পড়ে বসে আছি তবু মাথা নত না<br />ভুলে গেছি রেসকোর্স বন্ধুর সে ভাষাণ<br />তলাফাটা ডিংগিতে তুলেছি সিংহাসন <br /><br />পরে গেছি খপ্পরে শুনছো কি ভেলকি<br />মেঠো পথে খুন হলো ভেংগে গেলো পালকি<br />রাস্তায় বের হলে ভেতরটা চমকায় <br />এইভাবে বেচে থেকে আমাদের লাভ কী?<br /><br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br /><br />কে বলবে?<br />কেউ আছে?<br />কে?<br />কেউ নাই?<br /><br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br />শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জলবে<br />আমাদের ঘর নাই সে কথা কে বলবে?<br /><br />COPYRIGHT DESCLIMAR <br />

Buy Now on CodeCanyon