Jontrona Lyrics <br /><br />আমার চোখে সব কিছু ঝাপ্সা মনে হয়।<br />আমার মনে সব কিছু কেনো এলোমেলো লাগে।<br />দিনের শুরু থেকে ভাবি শুধু তোমায় নিয়ে।<br />মনে তবু এক কঠিন যন্ত্রণা, অন্ত নেই<br />মন থেকে কি করে ভুলে যাবো তোমারই ছবি।<br />এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে! <br />যন্ত্রণা, অন্ত নেই<br />আজো কেনো জেনো লাগে, এখনো সব কিছুই যে শেষ হয়নি এখনো বাকি।<br />কেনো তোমার কথা এখনো কানে বাজে<br />না বলা কথা গুলো রয়ে গেলো<br />অসমাপ্ত<br />মন থেকে কি করে ভুলে যাবো তোমার ছবি<br />এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে <br />যন্ত্রনা, অন্ত নেই<br />যন্ত্রনা, অন্ত নেই<br /><br />Artist : Mohon Sharif<br />Music, Lyrics & Produced by : Mohon Sharif<br />Master Engineer : Amit Chaterjee<br />Cast : Sunerah Binte Kamal, Sariful Razz<br />Director : Taneem Rahman Angshu<br />DOP : Sumon Sarker<br />EP : Xefer Rahman<br /><br />