রিক্সাচালক জহুরুল এখন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন !
2019-11-19 2 Dailymotion
একাত্তর টিভির রিপোর্টে ভাগ্য বদলেছে রিক্সাচালক জহুরুলের। গেলো ১৪ই অক্টোবর জহুরুলকে নিয়ে ‘নগরে এক নতুন গানওয়ালা’ শিরোনামের একটি প্রতিবেদন প্রচার করে একাত্তর। এরপরই বিশ হাজার টাকা বেতনের চাকরি পান জহুরুল।