কারাওকে = আমার গর্ব শুধু এই<br />গায়িকা = আশা ভোসলে <br />কারাওকে মাস্টারিং = আরিয়া মারিয়া <br />কীবোর্ড প্লেয়ার = কিরন <br />কারাওকে অনুরোধ = গৌতম মাঝি <br />***** Music ***** <br />আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই<br />কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন<br />সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজেই<br />কিছু চেয়েই আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়েই<br />***** Music ***** <br />আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই<br />কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন<br />***** Music *****<br />যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু যার,<br />অথচ আলোয় তার, সারা ভুবন একাকার <br />***** Music *****<br />যেমন চাঁদের আলো, উত্তাপ নেই কিছু যার,<br />অথচ আলোয় তার, সারা ভুবন একাকার <br />***** Music *****<br />আমি সেই ভাবে আমার এ হিসাবে পূর্ণ যে আমাতেই<br />সব সাধ আশা সব ভালোবাসা পেয়ে গেছি এখানেই<br />***** Music *****<br />আমার গরব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই<br />কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন<br />***** Music *****<br />কেমন কে বাসে ভালো, চোখের জলে বোঝা যায়<br />আনন্দে সে জল পড়ে, ঝরে পরে বেদনায় <br />***** Music *****<br />কেমন কে বাসে ভালো, চোখের জলে বোঝা যায়<br />আনন্দে সে জল পড়ে, ঝরে পরে বেদনায় <br />***** Music *****<br />সব পারি দিতে এই সুখ দিতে পারবোনা কিছুতেই<br />হেরে গিয়ে আমি জিতে গেছি যেন দুঃখের সুখেতেই<br />***** Music *****<br />আমার গরব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই<br />কাঁদতে পারি যেমন আমি হাসতে পারি তেমন<br />***** Music *****<br />সারা পৃথিবীকে তাই ডেকে ডেকে বলি চলি সহজেই<br />কিছু চেয়ে আমি অনেক পেয়েছি দুটি হাত বাড়িয়েই<br />আ আ.. আআআআ ও ও.. আআআআ <br />Please Like Comment Share & Subscribe<br />