গত বছরে চীনের হুবেই প্রদেশে এ ভাইরাসের বিষয়ে প্রথম তথ্য জানানো হয়। এটি পরে কোভিড-১৯ বা করোনাভাইরাস নামে পরিচিত হয়ে ওঠে এবং চীনের বাইরে ৯৭টি দেশে ছড়িয়ে পড়ে। এ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মানুষ নানা উপায় খুঁজছে। এ সুযোগে অনলাইনে অনেক ভুয়া তথ্য ছড়াচ্ছে সাইবার দুর্বৃত্তরা। <br />আমরা আজকে আলোচনা করবো, অনলাইনে করোনাভাইরাস নিয়ে যে কাজ গুলো ভুলেও করা যাবে না <br /><br />১. করোনাভাইরাস প্রতিরোধে কোনো স্পেশাল মাস্ক নেই। তাই এ রকম বিজ্ঞাপন দেখলে এসব থেকে দূরে থাকুন।<br />২. করোনাভারাসের আকার এত ছোট যে এন ৯৫ বা সার্জিক্যাল মাস্ক যেটিই হোক এর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই অনলাইনে এ রকম বিষয় থেকে দূরে থাকুন।<br />৩. করোনাভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই অনলাইন থেকে করোনা প্রতিষেধক এ রকম কোনো মেডিসিন ক্রয় করা থেকে বিরত থাকুন।<br />৪. র্যা ন্ডমলি অনলাইনে করোনাভাইরাস সংক্রান্ত কিছু সার্চ করবেন না।<br />৫. করোনাভাইরাসের এখনো কোনো ‘টেস্ট কিট’ বের হয়নি। তাই ভুয়া করোনাভাইরাস টেস্ট কিট থেকে দূরে থাকুন।<br />৬. হোয়াটসঅ্যাপ বা টিকটকসহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরে বিশ্বাস করবেন না।<br />৭. করোনাভাইরাস সংক্রান্ত কোনো বিষয়ে ইউটিউব থেকে পরামর্শ নেবেন না।<br />৮. করোনাভাইরাসের উপসর্গ কেমন হবে এ রকম কিওয়ার্ড দিয়ে অনলাইনে সার্চ করবেন না।<br />৯. যাচাই ছাড়া কোনো আর্টিক্যাল বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন।<br />১০. ফিশিং ইমেইলের ফাঁদে পা দেবেন না।<br /><br />Thanks for watching..<br />ভিডিও টি ভাল লাগলে like & comment করে জানাবেন । আর অবশ্যই subscribe করতে ভুলবেন না । নতুন ভিডিওর update পেতে subscribe করুন এখনই । ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ।