Song : Onuvuti<br />Artist : Tabib Mahmud | AK Hasan<br />Lyrics : Tabib Mahmud<br />Music : Tabib Mahmud<br />DOP : Raihan Uddin<br />Directed by Tabib Mahmud<br /><br />দেখো আজ পৃথিবীর হয়েছে অসুখ তার<br />মানুষেরা ঘরে বসে হাহাকার করছে<br />ফিলিস্তিনের ঐ নিষ্পাপ শিশুরাও<br />এভাবেই ভয় পেয়ে ধুকে ধুকে মরছে<br /><br />ডেকেছিলো আমাদের শুনেও শুনিনি তা<br />লিখেছে জমিনে সে রক্তের কবিতা<br />কেউ তা পড়েনি ধরেনি তার হাত<br />যুদ্ধে যুদ্ধে এই পৃথিবীটা বরবাদ<br /><br />দেখেছি সিরিয়ায় দাপুটে ক্ষমতার<br />ক্ষেপণাস্ত্রগুলো মাটিকে ছিড়ে ছিড়ে<br />মানবতা কুড়ে খেলো খুলো সে ইতিহাস<br />জানাজায় মানুষের থেকে বেশি মৃতলাশ<br /><br />কোথায় তোমার ঐ পারমাণবিক বোমা<br />দেখি সেটা পারে কিনা জীবাণুকে রুখতে<br />এদিকে কোটি প্রাণ না খেয়ে মরছে<br />আহা পৃথিবী যদি বুঝতে<br /><br />তুমি আজ বন্দি বাচার আশায় দেখো<br />কুহু ডাকে ময়না তোমার খাচায় রোজ<br />করে ছটফট সেও স্বাধিনতা পেতে চায়<br />স্বাধিনতা সেতো লেখা বিদ্রোহী কবিতায়<br /><br />বিশ্বাসী তুমি আজ হয়ে গেছো পরাধিন<br />যেভাবে ফিলিস্তিন বহুকাল বন্দি<br />পৃথিবীর শক্তি সমগ্র এক হয়ে<br />বিশ্বাসী হত্যার আটে নয়া ফন্দি<br /><br />আরবের পাক ভূমি ভুলে গেছে চেতনার<br />বাণীগুলো বেদনার বিশ্বাসী জানে না<br />কোথায় শিকড় তার ছুটছে সে লাগাতার<br />নিজেকে সে চিনে না পুজো করে দেবতার<br /><br />মানুষকে বসিয়ে খোদার আসনে একি<br />চারিদিকে ঘটছে তরুণ প্রজন্মের <br />মাথা কুড়ে খাচ্ছে ভিনদেশী পোকা আহা<br />যদি বুঝগাম আগে সব ছিলো ধোকা