Series: ঘরে বসেই Spoken English<br />Instructor: Munzereen Shahid<br /><br />আমরা সবাই কিন্তু ইংরেজিতে কম বেশি কথা বলতে ভয় পাই। চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সবার মধ্যে স্পোকেন ইংলিশের ভয়টা কিছুটা হলেও দূর করতে। স্পোকেন ইংলিশের কোন বিষয়গুলো নিয়ে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয়? কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন অবশ্যই। <br /><br />আমি চেষ্টা করবো এরকম আরো ভিডিও তৈরী করতে যাতে আগামী কয়েকদিন আমরা সবাই ঘরে বসেই আমাদের স্পোকেন ইংলিশ আরো ঝালাই করে ফেলতে পারি। <br /><br />১০ মিনিট স্কুলের সাথে শেখা কখনও থামিও না, যেখানে তুমি পাবে ভিডিও টিউটোরিয়াল যা থেকে শিখে তুমি কুইজ দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো, নিজের দক্ষতা বাড়ানোর জন্য পাবে অসাধারণ প্রশিক্ষক যারা তোমাকে নির্দেশনা দিবে। ১০ মিনিট স্কুলে তুমি পাবে লাইভ ক্লাস, ইন্টার্যাক্টিভ ভিডিও, ব্লগ, ডেভেলপমেন্ট সেকশন, স্মার্টবুক যার মাধ্যমে পুরো শিক্ষাগ্রহণ প্রক্রিয়াই হয়ে উঠবে আনন্দদায়ক এবং সকলে সুযোগ পাবে যাতে তারা শেখার, অনুশীলনের এবং উন্নতি করতে পারে। <br />