Surprise Me!

Bankura: লকডাউনে পায়ে হেঁটে গ্রামে ফিরলেও ঘরে ঠাঁই হয়নি, মাঠে গাছের নিচে দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের।

2020-05-11 124 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কেও ভিন রাজ্য থেকে তো কেও আবার এরাজ্যের রাজধানী কলকাতা থেকে লকডাউনে পায়ে হেঁটে গ্রামে ফিরেছেন! কিন্তু ফেরাই সার, তাদের আর ঘরে ঠাঁই হয়নি। গ্রামের স্কুলের হোস্টেল লাগোয়া মাঠে গাছের তলায় দিন কাটছে তাদের। জেলার ইন্দপুর ব্লকের শালডিহা গ্রামে এমনই ছবি ক্যামেরা বন্দি করেছেন আমাদের সংবাদ প্রতিনিধি। দিন কয়েক আগে ঝাড়খণ্ড থেকে সাগর বাউরী তিন বন্ধু মিলে জেলায় ফেরেন। আর কলকাতা থেকে ফেরেন আরও একজন। সাগররা ঝাড়খণ্ড -বাংলা সীমান্তে পুলিশের হাতে ধরা পড়লে পুলিশ বাঁকুড়া থানার হাতে তুলে দেয়। বাঁকুড়া থানাত পুলিশ তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েই বাড়ী পাঠিয়ে দেয়।কিন্তু ছোট বাড়ীতে আলাদা ভাবে থাকার তাদের জায়গা নেই, আবার সেহেতু তাদের করোনা উপসর্গ নেই তাই সরকারি কোয়ারেন্টাইন সেন্টারও তাদের ফিরিয়ে দেয়। এই অবস্থায় গ্রাম ও পরিবারের কথা ভেবে তারা এখন গাছের নীচেই দিন কাটাচ্ছেন। কিন্তু রোদ,বৃষ্টি মাথায় নিয়ে এভাবে আর কদিন চলবে সেই ভেবেই তারা চান তাদের সরকারি কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করুক প্রশাসন।

Buy Now on CodeCanyon