Join Fifa20 Futmillionaire Trading Center : https://bit.ly/3br5NHN<br /><br />জঙ্গি আস্তানা থেকে এক তরুণীকে উদ্ধারে ইতালী সরকারের দীর্ঘ যুদ্ধ!<br /><br />দেড় বছর আগে স্বাস্থ্যসেবা দিতে ইতালি থেকে কেনিয়া গমন করেন সিলভিয়া। সেখান একটি অনাথাশ্রমে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অজ্ঞাত বন্দুকধারী তাকে অপহরণ করে। সম্প্রতি সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পার্শ্ববর্তী এলাকা থেকে এই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করা হয়।