রুদ্র গোস্বামীর কবিতা অসুখ। কবিতা। আবৃত্তি<br /><br />রুদ্র গোস্বামীর কবিতা অসুখ<br /><br />আজকাল কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও<br />যখন তখন এসে বলবে, ওর একটা আকাশ চাই।<br />আর আমিও বোকার মতো সব কাজ ফেলে<br />ওর চোখের মাপের আকাশ খুঁজতে থাকি!<br />শুধু কী তাই! তাতেও আবার ওর আপত্তি।<br />এটাতে বলে মেঘ ভরতি তো ওটাতে একঘেয়ে আলো।<br />গোধূলি আকাশ দেখলেই ও আবার লজ্জায় মরে যায়।<br />আমার হয়েছে জ্বালা, মেঘ থাকবে না রোদ থাকবে না<br />এমন একটা আকাশ, আমি কোত্থেকে খুঁজে আনব?<br />গোলাপ হবে অথচ কাঁটা হবে না!<br />রঙটাও আবার লাল? এমন আবার হয় নাকি!<br />একটা কথা আমি কিছুতেই বুঝতে পারি না,<br />ভালবাসা বুকে এসে বসলেই মানুষ কেন পাখি হতে চায়!<br /><br />Welcome to our Channel "Positive Life Bangla ".<br /><br />This channel is related to tips, plant, art, craft, motivation, education, accounting, recipe, computer, tour etc.<br /><br />Please love and share our video . Please follow our channel to get informative video .<br /><br />Thank you so much and stay with us. R ha be positive :)<br /><br />Connect with our Facebook page<br />https://www.facebook.com/PositivityBangla<br /><br />Connect with our Facebook Group<br />https://www.facebook.com/groups/798931480463512<br /><br />