আমি হৃদয়ে হৃদয় দিয়া<br />শিল্পী সাজ্জাদ নূর<br /><br />আমি হৃদয়ে হৃদয় দিয়া<br />রাখিবো তোমারে বন্ধু<br />রাখিবো তোমারে<br />থাকো বন্ধু হিয়ারও মাজারে<br /><br />তুমি হেন বন্ধু আমার নাহি এ সংসারে<br />আমি যেদিকে ফিরাই গো আঁখি<br />দেখি যে তোমারে রে বন্ধু<br />থাকো বন্ধু হিয়ারও মাজারে<br /><br />প্রেমানন্দে আনন্দিত আছো পঞ্চ সুরে<br />আমি তোমায় নিয়ে খেলবো পাশা<br />অন্তরে বাহিরে রে বন্ধু<br />থাকো বন্ধু হিয়ারও মাজারে<br /><br />দ্বীনহীন কয় বিকাইয়াছি ওই রাঙ্গা চরণে<br />আমার মরণ বারণ হবে<br />তোমার দর্শনেরে বন্ধু<br />থাকো বন্ধু হিয়ারও মাজারে<br /><br />বাংলার হারিয়ে যাওয়া গান গুলো আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনা আমাদের উদ্দেশ্য<br />আমার এই পেইজর গান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করুন <br />আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন <br />চেষ্টা করব আরো ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য <br />