Surprise Me!

রাজগ্রামের পর বিষ্ণুপুরের লালবাঁধে জলে ঢুবে মৃত্যু এক যুবকের, এলাকায় চাঞ্চল্য।

2020-05-15 57 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজগ্রামের পর ফের জলে ডুবে যুবকের মৃত্যু ঘটনা ঘটল জেলায়। বিষ্ণুপুর পুরশহরের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তাপস মাঝি (২২) নামে এক যুবকের মৃতদেহ স্থানীয় লালবাঁধে ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। বিষ্ণুপুর থানার পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে বিষ্ণুপুর জেলা (স্বাস্থ্য) হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, পেশায় নির্মান শ্রমিক তাপস কীভাবে জলে ডুবে মারা গেল? তা নিয়ে স্থানীয়রাও দ্বন্দ্বে রয়েছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

Buy Now on CodeCanyon