প্রি-পেইড কার্ডটি কিভাবে মিটারে রিচার্জ করব :<br />কার্ড রিচার্জে A সুইচটি পরপর দুইবার চাপতে হয়। <br />প্রথমে, A সুইচটি ১ সেকেন্ড বা একটু বেশি সময় চেপে ছেড়ে দিতে হবে। পুনরায় A সুইচটি ১ সেকেন্ড বা একটু বেশি সময় চেপে ছেড়ে দিতে হবে। Display তে In লেখাটি ভেসে মিটমিট করলে কার্ডটি তাৎক্ষনিকভাবে মিটারে ধরে রাখতে হবে। Display তে Card লেখাটি ভাসলে বুঝতে হবে কার্ড এবং মিটারের মধ্যে তথ্যের আদান প্রদান চলছে। কার্ডটি রিচার্জ হলে Display তে End লেখাটি ভেসে উঠবে এবং কার্ড থেকে মিটারে টাকা সফলভাবে রিচার্জ হবে। <br />মিটারটিতে Open লেখা দেখাবে। যদি কোন কারণে Close লেখা দেখায় তাহলে B সুইচটি ৩ থেকে ৫ সেকেন্ড সময় চেপে ছেড়ে দিলেই মিটারটি Open হয়ে যাবে।<br /><br />ক্রয়কৃত গ্যাস ফুরিয়ে মিটার শুন্য হলেই ইমারজেন্সি ব্যালেন্স সেবা গ্রহন করা যায়। প্রতি রিচার্জে একবার করে এই সেবা গ্রহণ করতে পারবেন। ইমারজেন্সি ব্যালেন্স শেষ হলে মিটারটি পুনরায় বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে রিচার্জ করা ব্যতীত মিটার পুনরায় চালু করা যাবে না। <br />ইমারজেন্সি ব্যালেন্স নিতে- B সুইচটি ৩ থেকে ৫ সেকেন্ড সময় চেপে ধরতে হবে। Display তে Ec লেখাটি ভেসে উঠবে। Ec লেখাটি আসার পর A সুইচটি ১ সেকেন্ড বা একটু বেশি সময় চেপে ছেড়ে দিতে হবে। Display তে Open লেখাটি ভেসে উঠবে অর্থাৎ মিটারে ইমারজেন্সি ব্যালেন্স সেবা চালু হয়েছে।<br /><br />সুপ্রিয় দর্শক <br />আপনাদের মূল্যবান সময়ের কথা বিবেচনা করে ভিডিওটি যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি। কোথাও বুঝতে সমস্যা হলে বা আমার ভুল হলে ক্ষমা করবেন। এই বিষয়ে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। উত্তর দেওয়ার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।<br /><br /># Subscribe to my channels: https://www.youtube.com/liveeye<br /><br /># Our Facebook Page: https://www.facebook.com/info.liveeye/<br /><br /># Follow us Twitter: https://twitter.com/liveeye3<br /><br />Please like, comment and share this video with your friends and don't forget to subscribe my channel.<br /><br />Music: https://www.bensound.com<br />