Surprise Me!

ফের জলে ডুবে মৃত্যু জেলায়, এবার কোতুলপুরে দ্বারকেশ্বর নদে তল্লাশি চালিয়ে ব্যারাকপুরের ডুবুরি দল উদ্ধার করল মৃতদেহ।

2020-05-17 66 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : লকডাউনে বন্ধুদের সাথে পিকনিকের আয়োজন ছিল। তার ফাঁকেই চলছিল দ্বারকেশ্বর নদে স্নান করার হিড়িক। আর এর ফলেই ঘটে বিপত্তি! স্নান করতে,করতে আচমকা জলে তলিয়ে যায় বছর ২৯ এর এক যুবক। শুক্রবার বিকেলে ঘটনা টের পেতেই স্থানীয় মানুষ মৃতদেহ উদ্ধারের চেষ্টা করেও বিফল হন। এর পর উদ্ধার কাজে নামে সিভিল ডিফেন্স টিম। কিন্তু, তারাও মৃতদেহ উদ্ধারে ব্যার্থ হলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) গণেশ বিশ্বাস, ব্যারাকপুর থেকে ডুবুরি দল আনার ব্যবস্থা করেন। অবশেষে, ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর মনোজিৎ মন্ডল নামে ওই যুককের মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। <br />প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় জলে ডুবে মৃত এমন 'তিন'- যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটল। বাঁকুড়ার রাজগ্রাম,বিষ্ণুপুরের লালবাঁধের পর আজ কোতুল পুরের দ্বারকেশ্বর নদের বৈডাঙ্গা ঘাটে উদ্ধার হল পেশায় ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীর এক যুবকের মৃতদেহ। কোতুলপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জনু বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। <br />

Buy Now on CodeCanyon