Surprise Me!

শনিবার থেকে জেলায় কল্পতরুর অভিষেক, শহর থেকে গ্রাম ৫ দিনে তিনলাখ মানুষের হাতে তুলে দেওয়া হবে খাবার।

2020-05-17 89 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লকডাউনে নিজের লোকসভা কেন্দ্র ডায়মণ্ডহারবারে অসহায় মানুষের হাতে খাবার তুলে দিতে কল্পতরু কর্মসূচি হাতে নিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই কর্মসূচি জেলায়,জেলায় ছড়িয়ে দেওয়ার কাজও শুরু করলেন তিনি। বাঁকুড়া জেলার প্রতি বিধান সভা ক্ষেত্রের গ্রাম থেকে শহরে আগামী ৫ দিনে প্রায় তিন লাখ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হবে। শনিবার দুপুর থেকে সেই কর্মসূচি শুরু হল জেলায়। জেলার সদর শহর থেকে গ্রাম সর্বত্র এই কর্মসূচি রুপায়নে নেমে পড়লেন তৃণমূলের যুব বিগ্রেড। <br />

Buy Now on CodeCanyon