Surprise Me!

বাঁকুড়া মেডিকেলের কোভিড ল্যাবে আজ সন্ধ্যে থেকে শুরু হল লালারসের নমুনা পরীক্ষা।

2020-05-21 1,554 Dailymotion

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ সন্ধ্যে থেকে জেলায় শুরু হয়ে গেল কোভিড পরীক্ষা কেন্দ্র। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজির প্রধান ডাঃ জয়ন্ত বিকাশ দের তত্বাবধানে আজ থেকেই যাত্রা শুরু করল করোনার লালারসের নমুনা পরীক্ষার। আজ বিকেলে জেলাশাসক এস,অরুণ প্রসাদ ল্যাব পরিদর্শণে যান। তার পর সন্ধ্যে থেকেই চালু হয়া যায় নমুনা পরীক্ষা। বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থপ্রতিম প্রধান জানান,প্রাথমিক ভাবে এখন প্রতিদিন গড়ে ১৫০ টি করে নমুনা পরীক্ষা করা হবে।পরে তা ধাপে ধাপে বাড়বে। এর ফলে বাঁকুড়ার কলকাতা ও মেদিনীপুর ল্যাবের ওপর আর নির্ভর কর‍তে হবে না।<br />

Buy Now on CodeCanyon