মা তুমি আমার আগে,<br />যেওনা গো মরে।।<br />আমি কেমন কিরে দেবো মাটি,<br />তোমার কবরে।।<br />মা তুমি আমার আগে,<br />যেওনা গো মরে।।<br /><br />নরম বিছানায় তুমি থাকো মাগো<br />বসলে বস শীতল পাটিতে<br />আমি কেমন করে সেই তোমাকে<br />মা শোয়াব গো শক্ত মাটিতে<br />শোয়াব গো শক্ত মাটিতে।<br />দশ মাস দশ দিন ধরে<br />যে আমাকে রেখেছ মা<br />তোমার জঠরে।<br />তুমি আমার আগে<br />যেওনা গো মরে।<br /><br />অনেক আদরের ছেলে তোমার আমি<br />একলা ফেলে দূরে থাকো না<br />আমি কেমন করে দিন কাটাব মা<br />তোমায় ছেড়ে ভেবে দেখ না<br />একবার তুমি ভেবে দেখ না।<br />এই পৃথিবীর আলো আমায় যে দেখাল<br />তাকে মাটি দেবো কি করে<br />তুমি আমার আগে যেওনা গো মরে<br />মা তুমি আমার আগে<br />যেওনা গো মরে।<br />আমি কেমন করে দেব মাটি,<br />তোমার কবরে।।<br />মা তুমি আমার আগে,<br />যেওনা গো মরে।।।