কাজী নজরুল ইসলামের এ গানটি নতুন আঙ্গিকে গেয়ে শোনালেন মাঈনুল আহসান নোবেল। অনেক ভাল লাগবে আপনার কাছে।<br /><br />Song credit: Mainul Ahsan Noble, SaReGaMaPa <br /><br /><br />রার ঐ লৌহ-কপাট<br /> - কাজী নজরুল ইসলাম---ভাঙ্গার গান <br /><br />১ <br />কারার ঐ লৌহকপাট, <br />ভেঙ্গে ফেল, <br />কর রে লোপাট, <br />রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী। <br />ওরে ও তরুণ ঈশান! <br />বাজা তোর প্রলয় বিষাণ! <br />ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। <br /><br />২ <br />গাজনের বাজনা বাজা! <br />কে মালিক? <br />কে সে রাজা? <br />কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে? <br />হা হা হা পায় যে হাসি, <br />ভগবান পরবে ফাঁসি! <br />সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে! <br /><br />৩ <br />ওরে ও পাগলা ভোলা! <br />দে রে দে প্রলয় দোলা <br />গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে! <br />মার হাঁক হায়দারী হাঁক, <br />কাধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক, <br />মৃত্যুকে ডাক জীবন পানে! <br /><br />৪ <br />নাচে ওই কালবোশাখী, <br />কাটাবী কাল বসে কি? <br />দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি! <br />লাথি মার, ভাঙ্গরে তালা! <br />যত সব বন্দী শালায়- <br />আগুন-জ্বালা,<br /> -জ্বালা, ফেল উপাড়ি।।<br /><br /><br />Subscribe Link: https://www.youtube.com/channel/UCOK-V9HTX_VzmxLk7QdkeBw?sub_confirmation=1<br /><br />|| তাযকিয়া পাবলিকেশন্স: www.tazkiabd.com<br />|| Facebook Page: https://m.facebook.com/cdi.bd/<br /><br />#TazkiaTelevision #তাযকিয়া_টেলিভিশন #IslamicVideo #Tasawf #IslamicSong #PopularWaz <br /><br />If you have any copyright claim, please contact through this email- tazkia.pub@gmail.com<br />