Surprise Me!

চিন্তার বিষয় করনার ভিতর নতুন এক বিরল রোগের হানা বাংলাদেশে

2020-06-29 1 Dailymotion

চিন্তার বিষয় করনার ভিতর নতুন এক বিরল রোগের হানা বাংলাদেশে |<br />নতুন এই রোগের নাম ‘মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনোড্রাম’। আর এই রোগে আক্রান্ত হয় শূন্য থেকে ২১ বছরের বয়সীরা। এই রোগ করোনাভাইরাস (কোভিড-১৯) সাথে সম্পর্কিত। দেশে দুই শিশু এই রোগে আক্রান্ত হবার পর সুস্থ হয়েছেন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয়ে চিকিৎসার পর এই রোগ থেকে সুস্থ হবার সম্ভাবনা বেশি বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনেড্রাম বা এম আই এস সি। বিশ্বে নতুন এবং বিরল একটি রোগ। সাধারণত এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ বছর ২৬ এপ্রিল প্রথম যুক্তরাজ্যে রোগটি ধরা পরে। এরপর দেখা যায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারতেও। এই রোগ করোনা ভাইরাসের সাথে সম্পৃক্ত। বাংলাদেশেও প্রথম শনাক্ত হয় ১৫ মে।

Buy Now on CodeCanyon