Surprise Me!

Bangladesh Road Accident VDO

2020-07-03 1 Dailymotion

ঝিনাইদহে নসিমন উল্টে চালক নিহত<br /><br />ঝিনাইদহ ০৩ জুলাই-<br />ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত হয়েছে। আজ সকালে সদর উপজেলার হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।<br /><br />পুলিশ জানায়, সকালে হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইচ উদ্দিন। <br /><br />পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। <br /><br />এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Buy Now on CodeCanyon