Surprise Me!

কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা

2020-07-13 3 Dailymotion

আকিকা যেকোন দিনই করা যায়। সেই হিসেবে কুরবানীর দিন করাতেও কোন সমস্যা নেই। তবে এর মূল সময় হল সপ্তম দিনের দিন। <br /> <br />৭দিনের মাথায় আক্বিকা দিতে না পারলে ১৪দিনের মাথায়, না হলে ২১ দিনের মাথায় আক্বিকা দিবে। অথবা বালেগ হওয়ার আগে যেকোন সময় জন্মের সাত দিন হিসেব করে সাত দিনের মাথায় আক্বিকা দেয়া উত্তম। জরুরী নয়। <br /> <br />কীকার ক্ষেত্রে সুন্নাত হলো, ছেলে সন্তান হলে দু‘টি দুম্বা বা ছাগল আর মেয়ে সন্তান হলে একটি দুম্বা বা ছাগল দিয়ে আকীকা করা। কেননা রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ

Buy Now on CodeCanyon