Surprise Me!

ঝড় থেমে যাক -- চমক, বহ্নি, বর্ণমালা -- Jhor Theme Jaak -- Chamok, Bonni, Bornomala

2020-07-18 8 Dailymotion

এবারের পহেলা বৈশাখ অন্যরকম। থমকে গেছে সারা পৃথিবী। ঘরবন্দী এই সময়টাকে স্মৃতিময় করে রাখতে আমি আর বহ্নি মিলে এই গান লিখেছি - 'ঝড় থেমে যাক'। আমাদের মেয়ে বর্ণমালাও গলা মিলিয়েছে একটুখানি। <br />সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা। <br /><br />ঝড় থেমে যাক<br />কথা, সুর: চমক হাসান, ফিরোজা বহ্নি<br />কণ্ঠ: চমক, বহ্নি, বর্ণমালা<br /><br />এই ছন্দহীন বন্দী জীবন লাগছে না আর ভালো<br />হঠাৎ করে পৃথিবীটা এমন থমকে গেল<br />আর যে কবে সব ঠিক হবে কেউ জানে না<br />অস্থিরতা, বিষণ্নতায় মন মানে না<br /><br />আর ক’টা দিন আরও ক’টা দিন<br />পাখি নীড়েই বন্দী থাকো<br />পাখি আকাশে উড়ো নাকো<br />আজ বাইরে ভীষণ ঝড় তাই- ঘরে বসেই ছবি আঁকো<br />এই দুঃসময়েও বুকের ভেতর স্বপ্ন বাঁচিয়ে রাখো<br /><br />একদিন এই ঝড় থেমে যাবে- ঝড় থেমে যাক<br />নিস্তব্ধ পৃথিবী প্রাণ ফিরে পাবে- প্রাণ ফিরে পাক<br />অশুভ এই কালো মেঘ সরে যাবে- মেঘ সরে যাক<br />থমকে যাওয়া জীবন আবার ছন্দ-মুখর হবে<br />

Buy Now on CodeCanyon