Theft of 16 lakh taka in front of the eyes<br /><br />রাজশাহী নগরীর সাহেব বাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখার ভেতর থেকে ১৭ লাখ টাকা চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটিয়েছে বলছে ব্যাংক কর্তৃপক্ষ।<br /><br />পুলিশ জানায়, সোমবার দুপুরে বেসরকারি প্রতিষ্ঠান বেঙ্গল ফার্টিলাইজার এর ম্যানেজার মাহফুজুর রহমান রিপন ব্যাংকে আসেন। সেখানে তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে বসে চেক লিখছিলেন। এ সময় চারজনের একটি সংঘবদ্ধ চক্র তার পায়ের কাছে রাখা ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়।<br /><br />পরে টাকা জমা দিতে গিয়ে টাকার ব্যাগ খুঁজে না পেলে ব্যাংক কর্মকর্তাদের জানায় সে। পরে সিসিটিভি ফুটেজে চুরির বিষয়টি উঠে আসে।<br /><br />পুলিশ জানিয়েছে, ব্যাংকের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ ও তদন্ত চলছে। একই সাথে মাহফুজুর রহমান রিপনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।