Surprise Me!

এবার জাতীয় কংগ্রেসের ঘরে ভাঙ্গন! ৫৫০ টি পরিবারকে সাথে নিয়ে তৃণমূলে যোগ দিলেন বরিষ্ট নেতা অরুণ পাঠক।

2020-08-08 44 Dailymotion

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধানসভা ভোটের আগে জেলায় জাতীয় কংগ্রেসকে জোর ধাক্কা দিল তৃণমূল। জঙ্গল মহলের বরিষ্ঠ কংগ্রেস নেতা অরুণ পাঠক তার অনুগামী প্রায় সাড়ে পাঁচশো পরিবার সহ শুক্রবার তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন। বাঁকুড়া তৃণমূল ভবনে জেলা তৃণমূল চেয়ারম্যান শুভাশিস বটব্যাল মালা পরিয়ে অরুণ বাবুকে বরণ করে নেন।পাশাপাশি, অরুণ বাবু সহ তার অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা। <br />

Buy Now on CodeCanyon