Surprise Me!

বাঁকুড়া মেডিকেলে দুই কোভিড পজেটিভ রোগীর মৃত্যু, নুতন করে আক্রান্ত ২ জুনিয়র ডাক্তার,শহরের এক বেসরকারী হাসপায়াতালেও ২ রোগীর কোভিড পজেটিভ।

2020-08-08 1,534 Dailymotion

কোভিড ব্রেকিং : বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে দুই কোভিড পজেটিভ রোগীর মৃত্যু হল। এই দুই রোগী সিসিইউতে ভর্তি ছিলেন। তাদের কোভিড টেস্টে পজেটিভ রেজাল্ট আসে। এই দুই জনের মধ্যে একজন সাপে কাটা রোগী এবং অন্যজন ক্যান্সারের রোগী বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই তিনদিনে নার্স,চিকিৎসক ও রোগী মিলিয়ে মোট ১০ জন কভিড আক্রান্ত হলেন। আজ দুজন জুনিয়র ডাক্তারের পজেটিভ ফল আসে। পাশাপাশি, শহরের কাটজুড়িডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ২ জন রোগী করীনা আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে। অন্যদিকে, বাঁকুড়া মেডিকেল কলেজের যে ২ জন জুনিয়ার চিকিৎসক ও ২ জন সিস্টার কোভিড আক্রান্ত হয়েছিলেন তারা করোনা মুক্ত হওয়ার পর ফের কাজে যোগ দিয়েছেন বলে জামিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। <br />

Buy Now on CodeCanyon