Surprise Me!

বৃহস্পতিবার বাজার খোলা, শুক্রবার কড়া নজরদারি

2020-08-21 0 Dailymotion

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: মহামারী মোকাবিলায় রাজ্যজুড়ে ঘোষণা করা হয়েছে লক ডাউন। বৃহস্পতিবার চলছিল সাপ্তাহিক লক ডাউন। শুক্রবার অর্থাৎ আজও আছে লক ডাউন। কিন্তু বৃহস্পতিবার সেই লক ডাউনকে মান্যতা না দিয়ে খোদ পৌর এলাকায় খোলা রইল মাছ থেকে সবজি বাজার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নং ব্লকের ক্ষীরপাই পৌরসভার হাটতলার বাজার খোলা রেখে চললো দেদার ব্যবসা। বৃহস্পতিবার সকাল সকাল ওই বাজারে মাছ থেকে সবজি বিক্রেতারা বাজারে বসে চালালো ব্যবসা। এই ঘটনায় লক ডাউন বিধি ভঙ্গের অভিযোগ উঠছে।<br />সাপ্তাহিক লক ডাউনে সরকারের ঘোষণা মতো জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকার কথা দোকানপাট, বাজার-হাট থেকে সবকিছুই। তাকে উপেক্ষা করে কী করে লকডাউনের সাত সকালে চন্দ্রকোনার ক্ষীরপাই হাটতলা বাজার খোলা রইল তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিন বাজারে বসা ব্যবসায়ীদের কথায়, বাজার থেকেই রুজি রোজকার বন্ধ থাকলে খাবো কি? কিছু সবজি রয়ে গিয়েছিল সেগুলোই বেচে দেওয়া হচ্ছে তা নাহলে সেগুলি নষ্ট হয়ে যেতো। শুক্রবার ওই এলাকায় কড়া নজরদারি থাকবে পুলিশের।<br /><br />

Buy Now on CodeCanyon