Surprise Me!

গণেশ চতুর্দশীর আগে মৃৎশিল্পীদের মাথায় হাত

2020-08-21 0 Dailymotion

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে মৃৎশিল্পীদের মাথায় হাত। রাত পোহালে গণেশ চতুর্দশী। বাঙালির বারো মাসে তেরো পার্বণ-এর প্রথম দেবতার পুজো দিয়ে শুরু হয় পুজোর মরশুম। মহামারীর আবহে ছোট করে পুজোর চেষ্টায় রয়েছে সবাই। নেই ঠাকুরের বায়না। তৈরি হয়ে পড়ে রয়েছে গণেশ মূর্তি।<br />শিল্পীরা তাকিয়ে দরজার দিকে যে উদ্যোক্তারা কখন আসবেন আর ঠাকুরের বায়না করবেন। দীর্ঘ লকডাউন এবং মহামারীর পরিস্থিতিতে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা।

Buy Now on CodeCanyon